একাদশ শ্রেণির মানবিক শাখার বিষয় সমূহ ২০২১


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

 আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি।তুমরা যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তারা অনেকেই তো মানবিক শাখার বিষয় বিষয়গুলো কি কি তা জানো না।আবার কেউ কেউ জানতে চেষ্টা করেন কোন বিভাগে কোন কোন বিষয়গুলো রয়েছে। শুধু মানবিক শাখা কেন। হয়তো কোন বিষয়গুলোর নাম জানো না।তাই আজ আমি আপনাদের জন্য এইএসসির মানবিক শাখার বিষয়সমূহ গুলো তুলো ধরবো।যাতে তোমাদের কোন বুঝতে সমস্যা না হয়।তাই আজ আমি তোমাদের একাদশ শ্রেণির মানবিক শাখার বিষয় সমূহ ধারনা দেওয়ার চেষ্টা করব। 

একাদশ শ্রেণির মানবিক শাখার বিষয় সমূহ 2021 

                     বিষয়, 

১.অর্থনীতি                              ২.সমাজবিজ্ঞান 

৩.পৌরনীতি ও সুশাসন             ৪.ইতিহাস 

  মানবিক শাখার বই এর তালিকা 

                  অর্থনীতি 


অর্থনীতি হচ্ছে একটি বিষয় যা যুক্তিকে সংশ্লেষাংক পদ্ধতিতে ব্যাখ্যা করে। ইহার লক্ষ্য বস্তুতে তত্ত্ব প্রস্তুতকে অন্তর্ভুক্ত করা হয় যা অন্যান্য তত্ত্ব থেকে ব্যাখ্যা করা সহজ, অধিক ফলদায়ক এবং দক্ষতাপূর্ন হতে হবে।

                         সমাজবিজ্ঞান,

সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। সমাজ বিষয়ক গবেষণা করা।

                পৌরনীতি ও সুশাসন,

পৌরনীতি ও সুশাসন নাগরিকের।দায়িত্ব  কর্তব্য, সচেতনতা, সুনাগরিকতা, নাগরিকতা অর্জন  বিলোপ, নাগরিকতার অর্থ  প্রকৃতি, সুনাগরিকের গুণাবলি প্রভৃতি সম্পর্কে আলোচনা করে।

                            ইতিহাস,

ইতিহাস হল মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। বৃহৎ একটি বিষয় হওয়া সত্ত্বেও এটি কখনও মানবিক বিজ্ঞান এবং কখনও বা সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে আলোচিত হয়েছে।


বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।

0 Response to "একাদশ শ্রেণির মানবিক শাখার বিষয় সমূহ ২০২১ "

Post a Comment

Contact Form

Name

Email *

Message *