এসএসসির বাণিজ্য বিভাগের বিষয়সমূহ ২০২১


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।

 


তুমরা যারা নতুন নবম দশম শ্রেণীতে উঠেছ।হয়েছো তারা অনেকেই তো বাণিজ্য শাখার বিষয় বিষয়গুলো কি কি তা জানো না।আবার কেউ কেউ জানতে চেষ্টা করেন কোন বিভাগে কোন কোন বিষয়গুলো রয়েছে। শুধু বাণিজ্য শাখা কেন। হয়তো কোন বিষয়গুলোর নাম জানো না।তাই আজ আমি আপনাদের জন্য এসএসসি  বাণিজ্য শাখার বিষয়সমূহ গুলো তুলো ধরবো।যাতে তোমাদের কোন বুঝতে সমস্যা না হয়।তাই আজ আমি তোমাদের নবম দশম শ্রেণির বাণিজ্য শাখার বিষয় সমূহ ধারনা দেওয়ার চেষ্টা করব। এবং তুমাদের ভেবে নিয়া উচিত। 

     নবম দশম শ্রেণির বিষয়সমূহ 

                ওবিষয় কোড

১.হিসাববিজ্ঞান ১৪৬                         ২.ব্যবসায় উদ্যোগ ১৪৩

৩.ফিন্যান্স ব্যাংকিং ১৫২

               ইংরেজি  অনুবাদ 

১.Accounting ২.Business Entrepreneurship.৩.Finance and banking

                হিসাববিজ্ঞান,

হিসাববিজ্ঞান হল অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্যবসায় বা সংঘবদ্ধ দলের আর্থিক ও অনার্থিক তথ্য পরিমাপণ, প্রক্রিয়াজাতকরণ ও যোগাযোগের মাধ্যম। হিসাববিজ্ঞান ও আর্থিক প্রতিবেদন করণ প্রায়শই সমার্থক হিসেবে ব্যবহার করা হয়।   

               ব্যবসায় উদ্যোগ,

সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে যে ব্যবসা শুরু করা হয় সেটাই ব্যবসায় উদ্যোগ। ব্যাসায় ঝুঁকি  আছে জেনেও যে ব্যাসায় শুরু  করা হয় সেটার নামই হচ্ছে ব্যবসায় উদ্যোগ।

               ফিন্যান্স ব্যাংকিং 

অর্থের জন্য যে ব্যবসা শুরু করা হয়। মুনাফা অর্জন করে অর্থ উপার্জন করা যায়। বিনিয়োগের সুদ গ্রহণ।
এতে দীর্ঘমেয়াদী  অর্থ পরিশোধের সুযোগ  থাকায় ঋণ পরিশোধের সুযোগ অনেকটা কমে যায়। 

                       
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।

0 Response to "এসএসসির বাণিজ্য বিভাগের বিষয়সমূহ ২০২১"

Post a Comment

Contact Form

Name

Email *

Message *