স্পোকিং ইংলিশ চতুর্থ দিন


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।


 বিসমিল্লাহির রহমানির রহীম

আসসালামু আলাইকুম  আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি।আপনারা সবাই তো চান ইংরেজি তে কথা বলতে। কিন্তু আমরা অনেকেই বলতে পারিনা। কারণ আমাদের ইংরেজি  বলার অভ্যাস নাই। 

            স্পোকিং ইংলিশ, 


                   তৃতীয় দিন

বিস্ময়বাচক শব্দ ও বাক্য [Exclamation]
ইংরেজি ভাবপূর্ণ ভাষা। এতে ছােট ছােট বাক্যকেও ভাববহুল করে উপস্থাপিত করাহয়। লোেক এ ভাষাতে
বিস্ময়সূচক [!] ভাবসহ কথাবার্তা বলতে অভান্ত। এ ধরণের বাক্য বলাও যেমন সহল, তেমনি শুনতেও ভাল লাগে।এগুলাে রপ্ত করাও কষ্টসাধ্য নয়। ভালভাবে শিখে নিয়ে উচিৎ স্থানে প্রয়ােগ করলে সহজ, স্বাভাবিক ইংরেজি বলতে
সুবিধা হবে।
1. বাঃ বেশ!
2. সাবাস!
1. বাঃ, সুন্দর!
4 আরে (তাই নাকি?]।
5. হায়!
6. হায়, ভগবান!
7. সুন্দর হয়েছে তাে!
৪. নিশ্চয়ই!
9. ঈশ্বরকে ধন্যবাদ !
10. ঈশ্বরের কৃপাতে!/কুপায় !
IL ঈশ্বর তােমার মঙ্গল করুন।
'I2. আপনাকেও!/তোমাকেও !
13. খুবই সুন্দর!
14. অত্যন্ত দুঃখের ব্যাপার!
15. অতান্ত খুশির খবর !
16. অভূতপূর্ব বিজয়।
17. হে ভগবান! (আশ্চম ভাবার্থে]
18. এই যে ! শুনুন !
19. একটু তাড়াতাড়ি !
20, কি ভীষণ ! কি ভয়ানক!
2। ছিঃ অত্যন্ত পরিতাপের বিষ !
22 { এটা প্রলাপমাত্র/অসম্ভব!
23. কি আপ!
24, কি মিষ্টি !
25. কি সুন্দর!
26. তুমি এ কথা বলার সাহস কি করে পাও!
27, ওরে বাবা !
24, তাড়াতাড়ি চল [কব!
Nirvellous! মারভোস!Well (lonc! ওমােল ডান!
Beautiful! বিউটিফুল!Oh! ওহ!My God! মাই গড!
(Oh Gol! ওহ গড !Done wonderfully! ডান্ ওয়াণ্ডারফুলি!Of course! অফ কোর্স!Thank (God! থ্যাঙ্ক গড !By Gorl's grace! নাই গড'স গ্রেস!
May Godbless you! মে গড় ব্লেস ইউ।S;ame to you! সেম টু ইউ!Excellent! একসেলেট
|low sidd! হাউ সাড়ি !Tou joyful! হাউ জল!
What a great victory! হােয়াট এ গ্রেট ভিকট্রি!
(Goot| heavens! শুড হেভেন্স !Tello! হ্যালো !
Turrup. pleaste' হারি অপ, প্লিজ!|low terrible! হাউ টেবিল!low disgrateful! হাউ ডিসগ্রেসফুল!
Ilow asure! হাউ এবসর্ড!low clure le! হাউ ডোর হি!||ow sweet! হাউ সুইট!low lovely! হাউ লাভলি !How dare you say that! হাউ ডেয়ার ইউ সে দ্যাট।
(Oh dea! ওহ ডিয়ার!|urly up/walk fast! হারিঅপ/ ওক কাস্ট!29. চুপ করুন।ঠিকই তাে!/ঠিকই।31. তাই নাকি।
32. সত্যি।
33. ধন্যবাদ!
14. ধন্যবাদ আপনাকে।
35. ঈশ্বরের অসীম কৃপা!
36. এই দিন বার বার ফিরে আসুক।
3. আমি জিতে গেছি।
3s. আপনার সুস্বাস্থ্য কামনা করে!
39. অভিনন্দন।
এ0, কি বাজে বকো !
41. কি লজ্জার কথা।
42. সর্বনাশ!
43. হঠাৎ যে !
14. !
45. ছিঃ!
46. সাবধান!
47. দুঃখের বিষয়!
4s. কি বুদ্ধি!
49. আসুন আসুন!
Quiet pleasc/Please keep quict! কোয়ায়েট প্লিজ/প্লিজ কিপকোয়েট!Yes, it is! ইযেস, ইট ইজ।Rcally! রিয়েলি!Is it! ইজ ইট!Thanks! থ্যাঙ্কস!Thank you! থ্যাঙ্ক ইউ !Thank God! থ্যাঙ্ক গড় !
Many happy returnsxof the day! মেনি হ্যাপি রিটারস অদ ডে।lurrah! Thave won! হররে, আই হাড়ি ওয়ন!For your good health! ফর ইয়াের গুড হেলথ!Congratulations! কনগ্রাচুলেশ!What nonsense হােয়াট ননসেন্স।What a shamc! হােয়াট এ শেম।How tragic! হাউ ট্র্যাজিক !What asurprise! হােয়াট এ সারপ্রাইজ।Wonderful! ওয়াণ্ডার!How disgusting হাউ ডিজগাস্টিং!
Beware! বিওয়্যার !What a pity! হােয়াট এ পিটি।
What an idea! হােয়াট অ্যান আইডিয়া।
Welcome, Sir! ওয়েলকাম্, স্যার।
vedeo
হeস্মরণীয় [To Remember]
1. সাধারণ বাক্যের শেষে যেমন দাড়ি দেওয়ার নিয়ম, তেমনি বিস্মষবাচক শব্দের শেযে বিস্ময়সুচক চিহ্ন Sign ofesclail:htter: ' দেওয়া হয়। নে, Thanks!
: লংহ, খ, মাশয়, হ, মেধ ইত্যাদি জানাবার জন্য ইংরেজিতে w;at, how প্রভৃতি ব্যবহার করা হয়।
79. what a slime! How clcellent
3. বিস্ময়বাচক বাশ:xiclaritory sentenc] বলবার সময় সেই রকম ভাবের স্বর ফুটিয়ে তুলতে হবে।

          চতুর্থ দিন

সংক্ষিপ্ত বাক্যের রূপ [Foruns of Small Speeches]
মনের ভাব প্রকাশের জন্য ইংরেজিতে অনেক সময় পুরাে বাক্যটা না বলে দুই একটি শব্দেই কাজ চলে যায়।
উদাহরণতঃ, Yes sir! হিমেস স্যার No sir! (নাে স্যার | প্রভৃতি। বাক্যের এই সংক্ষিপ্ত রূপের সাথে ইংরেজি ভাষা
শিখতে ইচ্ছুক প্রত্যেকেরই ভালভাবে পরিচয় থাকা দরকার। কাজটা একেবারেই সহজ, কারণ ব্যাকরণের মারপ্যাচএগুলােতে থাকে না।
A
1. আমি এই আসছি/সবে এসেছি।
Just coming. জাস্ট কামিং
2. বেশ। খুব ভাল।
Very well ভেরি ওয়েল।
3. ঠিক আছে।
It's fine/vcry good. ইটস্ মাইন/ভেরি গুড।
4, আপনি যা বলেন আপনার যেমন ইচ্ছে। As you like, এ্যাজ ইউ লাইক/As you please, এজ ইউ প্লিজ।
5. আর কিছু বলার আছে?Anything else? এনিথিং এলস?
(5, থাক্ থাক যথেষ্ট হয়েছে।Thit's enough. দার্টস এনা।
7. [এই অকিঞ্চনকে সম্মান দেখানাের জন্য আপনাকে Thanks for this honour. থ্যাঙ্কস ফর দিস অনার
ধন্যবাদ জানাই]।
S.0.K. ও,কে,
9. [ন] কেন হবেনা?/কেন নয়?
Why not? হোয়াই নট ?
10. একটুও না।
Not;bit নট এ বিট
11. আচ্ছা চলি।
TaT; টা-ট।
12. কাল দেখা হবে।
See you tomorrow. সি ইউ টুমরো।
• 13. হা হা, নিশ্চয়ই।
Yes, by all means. ইয়েস, বাই অল মিস।
14, অনেক হয়েছে।
Too much. 2716
I5 হ], মশাই !
Yes sir! ইযেস, স্যার!
16. কখনই নয়।
No, not at all, নো, নাট ব্যাট অল।
17. তাতে কি হয়েছে/ঠিক আছে।
Never mind. নেভার মাইণ্ড/Doesn't matter. ডাভ মাটার।
18. বলার | আর কিছুই নেই।
Nothing more, নাগিং মাের।
19. তেমন বিশেষ কিছু নয়।
Nothing special, নাথিং স্পেশল।
20. আসুন, আসুন!
Welcome! ওয়েলকাম !
21. আমার ওপর ভরসা করতে পারেন।
Rest assurel. বেস্ট অ্যাশিয়াের্ড।
22. নমস্কার/সলাম/সতুশ্রী অকাল/সুপ্রভাত/শুভরাত্রি! Good morning/after noon/evening/night
গুড় মণিং/আফটার নুন/ইভনিং/নাইট
23. বিদায়! আসুন।
Good bye! গুড় নাই।
24, আবার আসবেন।
Bye-bye. বাই-বাই।
25. একটুও নয় !
Not the least! নট দ্য লিস্ট।
ওপরের বাক্যাংশগুলাে পূর্ণাঙ্গ বাক্য নয়, কিন্তু এগুলাে সম্পূর্ণ বাক্যে স্থানেই ব্যবহৃত হয়।

প্রথম ও দ্বিতীয় কোর্সটি দেখার জন্য এখানে ক্লিক করুন 

https://ssc-suggestionbd.blogspot.com/2021/07/blog-post_25.html?m=1




বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।

0 Response to "স্পোকিং ইংলিশ চতুর্থ দিন "

Post a Comment

Contact Form

Name

Email *

Message *