হাতের লেখা সুন্দর করার ৫টি টিপস


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।

 

হাতের লেখা সুন্দর করার ৫টি টিপস 

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আসেন।আমাদের মধ্যে অনেক ছাত্র-ছাত্রী আছে যাদের হাতের লেখা ভালো না আবার অনেকেরই আছে হাতের লেখা খুব সুন্দর। এবং যাদের হাতের লেখা ভালো তারা তাদের হাতের লেখা নিয়ে খুব গর্ভ করে। আর যাদের হাতের লেখা একটু খারাপ তারা তাদের হাতের লেখা নিয়ে একটু চিন্তিত। তবে আর কোনো চিন্তা নাই।আজ আমি তোমাদের মাএ ৫টি টিপস দিব এই টিপস গুলো অনুসরণ করলে অবশ্যই ভাল ফল পাবেন। তাহলে এই টিপস গুলো অবশ্যই ভালো ভাবে পরবেন। আশাকরি আপনাদের হাতের লেখা অনেক ভালো ও সুন্দর হয়ে যাবে। 

হাতের লেখা সুন্দর করার পাঁচটি টিপস,

  • আগ্রহ 
  • দিকনির্দেশনা 
  • দৈনিক অনুশীলন 
  হাতের লেখা সুন্দর করার উপায়,

১.বর্ণগুলো সুন্দর করার চেষ্টা,
আপনার হাতের লেখা যেমনই হোক না কেন আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার হাতের লেখা সুন্দর করা সম্ভব হবে। 
২.বর্ণ বা অক্ষর গুলো সঠিকভাবে লেখার চেষ্টা করুন,

বর্ণ বা অক্ষর গুলা যদি আপনি সঠিক সাইজে লিকতে পারেন তাহলে আপনার হাতের লেখা সুন্দর দেখা যাবে তাহলে বুঝা গেল বেশি বেশি করে প্র্যাকটিস করলে হাতের লেখা সুন্দর হবে।

৩.লাইন সোজা করে লিখতে হবে, 
হাতের লেখা লেখার সময় খেয়াল রাখতে হবে যে লাইন সোজা হল কি না বেকা হল সে দিকে লক্ষ্য করতে হবে।এবং অক্ষর গুলো একই সাইজের হতে হবে। এভাবে হাতের লেখা সুন্দর করা সম্ভব।
৪,প্রতিটি শব্দের দূরত্ব সমান থাকতে হবে,

হাতের লেখা লেখার সময় শব্দের দূরত্ব 'ক' পরিমাণ থাকতে হবে।তাহলে হাতের লেখা সুন্দর দেখা যাবে।এবং প্রতিটি শব্দের সাথে অন্য শব্দ মিলে না যায়।সে দিকে খেয়াল রাখতে হবে।তাহলেই হাতের লেখা সুন্দর দেখা যাবে।

৫.অনুশীলন করার চেষ্টা করতে হবে, 
হাতের লেখা সুন্দর করতে হলে অনুশীলন করা খুবই জরুলি। আগে অনুশীলন করে তারপর চেষ্টা করতে হবে।এভাবেই আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন।
এই ৫টি টিপস মেনে চললে অবশ্যই সফল হতে পারবেন।

                             বোনাস টিপস,
হাতের লেখা সুন্দর করতে চাইলে আপনাকে অক্ষর গুলো আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলেই দেখবেন হাতের লেখা আস্তে আস্তে অনেক ভালো হয়ে যাবে যা আপনি কোনো দিন কল্পনাতেও আনতে পারেন নাই। এবং বেশি বেশি করে হাতের লেখা লিখতে হবে কারন এতে আপনার কোনো ক্ষতি হবে না উপকারই হবে।
সুন্দর হাতের লেখার কদর সবার কাছেই আছে।বিশেষ করে যাদের হাতের লেখা সুন্দর না।সারাটা জীবনই তারা আপসোস করতে থাকে।আর ভাবে কেন আমার হাতের লেখা সুন্দর হলো না।কারণ তারা হাতের লেখা সুন্দর করার  চেষ্টাও করে না। কথায় আছে চেষ্টাই সফলতার মূল কাটি।এই জন্য আমাদের প্রচন্ড চেষ্টা সাধন করতে হবে। তাহলেই সফলতার দরজায় গিয়ে দারদবে।তাহলে বন্দুরা আজ আমরা হাতের লেখা সুন্দর করার ৫টি টিপস শিখলাম। আমাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্দুদের মাঝে শেয়ার করেন।আর এই ব্লগের সাথে থাকুন। 
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।

0 Response to "হাতের লেখা সুন্দর করার ৫টি টিপস "

Post a Comment

Contact Form

Name

Email *

Message *