![]() |
ডিগ্রি ভর্তি কবে ২০২১ ও ডিগ্রি ভর্তির ফরম কবে ২০২১ |
আসসালামু আলাইকুম। আশাকরি সবাই অনেক ভাল আসেন।আজ আমি আপনাদের জন্য ডিগ্রি শাখার ভর্তি কবে হবে এবং ডিগ্রি ভর্তির ফরম ২০২১ কবে হবে সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সহজ ভাবে বলবো।
২০২১ সালের ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়
স্মারক নং ১০(২২৬)জাতী:বি:/রেজি:/অ্যাকা/২০১৮/২০২১/২৪৩৮ তারিখ:০৩/১০/২০২১,২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক ১ম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চুড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক
১.১ম মেধা তালিকা ০৭ অক্টোবর ২০২১ অরিখ বিকাল ৪,টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nu<space>athp<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ১টা থেকে পাওয়া
যাবে।উল্লেখ্য যে, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ অথবা তপূর্বে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১৩ অক্টোবর ২০১১ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তােলন করতে হবে।২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ২০ অক্টোবর ২০২১ তারিখ থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Professional)/Important Notice অপশন থেকে জানা যাবে।
বি: দ্র: শ্লিষ্ট সকলকে কেভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিমোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।
download PDF
(ক).১ম মেধা তালিকায় প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে,চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের | ০৭/১০/২০২১তারিখ| শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের(www.nu.ac.bd/admissions)Applicant | ১৬/১০/২০২১| Login অপশনে Professional Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণকরতে হবে।
(খ)১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকেরেজিস্ট্রেশন ফি ভর্তি নির্দেশিকায় অনুচ্ছেদ-১৩ (খ) এ বর্ণিত কোর্সভিত্তিক ১০/১০/২০২১| ধার্যকৃত ফি অনুযায়ী সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে জমা দেয়ার তারিখ:থেকে১৭/১০/২০২১
গ) কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানান্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ১০/১০/২০২১কলেজ কর্তৃপক্ষকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় থেকে| হপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী) যাচাই১৮/১০/২০২১
| করে চুড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি বা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, সাতকপূর্ব শিক্ষা বিষয়ক ল বরাবর জানাতে হবে।
ঘ) সৃষ্টি কলেজকে ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ভর্তি নির্দেশিকার ২০/১০/২০২১অনুচ্ছেদ-১৩ (খ) এ বর্ণিত কোর্সভিত্তিক ধার্যকৃত ফি অনুযায়ী যে কোন সােনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ থেকে| এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info (Prof.) অপশনে ক্লিক করে Pay Slip | ২৬/১০/২০২১ডাউনলােড করতে হবে। Pay Slip এ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রফেশনাল রেজিস্ট্রেশন ফি ||খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মােট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি| নিয়ে নিকটস্থ সােনলী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ কমতে হবে।
(প্রফেসর ড. মােঃ নাসির উদ্দিন)
ডিন (ভারপ্রাপ্ত), স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪
ফোন : ০২-৯২৯১০৬৮, ০২-৯২৯১০৮৪
t-cho-deanug@nubd.info
তারিখ০৩/১০/২০২১
স্মারক নংঃ ১০(২২৬)জাতী:বি:/রেজি:/অ্যাক:/২০১৮/২০২১/২২৪৩৮
অনুলিপি।
১। সকল বিভাগীয় প্রধান, জাতীয় বিশ্ববিদ্যালয়
২। সচিব, ভাইস চ্যান্সেলর এর দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৩। সচিব, ভর্তি ও রেজিস্ট্রেশন সেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৪। সিনিয়র সিস্টেম এনালিস্ট, ভর্তি ও রেজিস্ট্রেশন সেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৫। সহকারী রেজিস্ট্রার, প্রাে-ভাইস চ্যান্সেলর স্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৫। অফিস কপি
(মােঃ কামরুল ইসলাম)
উপ-রেজিস্ট্রার (সম্মান)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪
স্যার ভর্তি শুরু কবে
ReplyDelete