আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আসেন। আমি আল্লাহুর রহমতে অনেক ভালো আছি।আজ আমি তোমাদের নবম শ্রেণির গণিত বিষয়ের পিডিএফ বই দিব।কারন তোমাদের অনেকেরই বই হারিয়ে যায় তখন তুমি বই অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওনা।তবে আর কোনো চিন্তা নাই।আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি নবম শ্রেণির গণিত পিডিএফ বই।
এবং এই বই ছাড়া তুমি পড়ালেখা করতে পড়বেনা। তাই এই বই যদি হরিয়ে যায় তহলে তুমি কি করবা। অবশ্যই তুমি ইন্টারনেটে সার্চ করবা।তাই আমি তোমাদের জন্য এই ছোট সাজেশন।
গণিত বই,
এটি এমনই একটি বই এটি সব সময় বইটি কাজে লাগে।এই বই ছাড়া তুমি অংক করতে পাড়েনা।অংক করার সময় বইটি কাজে লাগবে।
বইয়ের গুরুত্ব,
এটি এমনই একটি বই যে গাইডলাইনের পাশাপাশি মূল বইটিও কাজে লাগে।কারণ গাইডলাইন কাজে লাগে কখন যখন তুমি অংক পারতেছনা বা ভুলে গেছো তখন তুমাদের কাজে লাগে আর মূল বই সব সময়ই কাজে লাগে।
নবম শ্রেণির গণিত পিডিএফ বই,
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড,(এনসিটিবি)
ওয়েবসাইটে এই বইটি প্রকাশ পেয়েছেন।
গণিত বই,
এখান থেকে তোমরা যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। এবং নিজের প্রয়োজনে। তুমি যদি পিডিএফ বই ডাউনলোড করতে চাও তহলে উপরের ওই লিংকে ক্লিক করো।
আরো আসছে.......
বিঃদ্রঃএই ব্লগে বিভিন্ন কমেন্ট, ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট /বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কমেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোথাও কোন আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন। আপনার কমেন্ট,সরিয়ে ফেলানো হবে।
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
0 Response to " নবম-দশম শ্রেণির গণিত পিডিএফ বই ২০২১"
Post a Comment