ছাত্র জীবনে সফল হওয়ার উপায়


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।



 আপনারা সবাইতো চান যে  এজন সফল ব্যক্তি হতে।কিন্তু অনেকে তা হতে পারোনা আবার অনেকে সফলকাম হতে পার।তাই আমাদের যোগাযোগ দক্ষতা |ছাত্রজীবনে সফল হওয়ার উপায় আপনার মাঝে তিনটি গুণ থাকা আবশ্যক সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলো শোনা বলা ও লেখা। একজন মানুষের এই তিনটি গুণ থাকা আবশ্যক হিসেবে ধরা হয়। শুধু ছাত্র জীবন অথবা চাকরি জীবনের মানে আপনি প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ করতে গেলে এই তিনটা গুণ থাকতে হবে।

 যে কাজটা করতে ভালোবাসেন সেটি করুন,

আপনি সাফল্যের চূড়াঁয় তখন পৌঁছাবেন যখন আপনি আপনার কাজটিকে ভাল বাসবেন। আপনি সফল তখন হবেন যখন আপনার কাজটিকে চাকরি হিসেবে নিয়ে ভালােলাগা হিসেবে নিবেন। বলেছেন তিনি এমন একজনকে জানেন যিনি ছয়অংকের পরিমাণে টাকা জমিয়ে ছিলেন,কিন্তু সেগুলাে খরচের আগে তিনি
ক্যান্সারে মারা যান।

টাকার পিছনে নাছুটে নিজের প্যাশনকে নিজের চাকরিতেরূপান্তর করুন। এটি আপনার জীবনেসাফল্য এনে দিবে।এই জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কথায় আছে না কষ্টে কেষ্ট মিলে। 

 আত্মবিশ্বাস, 

আপনি যে স্বপ্নটি দেখেছেন সেটিপূরণ করার ক্ষমতা আপনার আছে।বিশ্বখ্যাত  এমনটি মনেকরেন।সফলতার যদি কোনাে অন্তরায়থাকে, তা হলে তা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। কেউ যদি ভাবে, আমি পারবাে
না' ব্যস! নিশ্চিতভাবে সে ব্যর্থ। কারণ,সে চেষ্টা করে না বা চেষ্টা করার আগেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বিশ্বাসের
মাত্রা হতে হয় খুব দৃঢ়। যদি মনে বিশ্বাসথাকে অটুট, লক্ষ্য যতােই কঠিন হােকনা কেন বিজয় নিশ্চিত। কখনােই বিশ্বাস হারাবেন না। তা হলে আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যাবে। ফলে উত্সাহউদ্দীপনা কমে যাবে। কাজেই, বিশ্বাস
ধরে রাখুন। নিজের মাঝে নিজেইপ্রতিষ্ঠিত করুন যে, আমি পারবােই।

জীবনের বিজয়ী হওয়ার জন্য সংগ্রাম,

ব্যবসা মানে একটিতুমুল
প্রতিযােগিতার মাঝে বিজয়ের জন্য সংগ্রাম করা।
যে কোনাে প্রতিযােগিতায় যেমন অংশগ্রহণকারীদের বিজয়ী হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা কাজ করে
ঠিক তেমন ব্যবসা ক্ষেত্রেও বিজয়ী হওয়ার জন্য ব্যবসায়ীরা সংগ্রাম করে।আর এ থেকে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।একজন ব্যবসায়ীর পক্ষেই কেবল সম্ভব বাস্তবতার ভিত্তিতে প্রচণ্ড সংগ্রাম করে বিজয়ী হওয়া। আর এ জন্য কাজ করে
তার গভীর আগ্রহ ও বিজয়ী হওয়ার আকাঙক্ষা। এ ক্ষেত্রে সফল হওয়ার জন্যতাই সংগ্রামের বিকল্প নেই।

জীবনে সফল হওয়ার কৌশল 

জীবনটা আসলে কোনাে কিছু পাওয়ারএবং থাকার জন্যে নয় বরং এটা হলবিলিয়ে দেয়ার জন্যে।তাই আমি জীবনে সফলতা অর্জন করার কিছু কৌশল। 

# একটি মানুষ যেটা কল্পনা এবং বিশ্বাসকরতে পারে সেতা অর্জনও করতে পারে।নেপােলিয়ন হিল।

# সাফল্যের জন্যে নয় বরং সমান্যের জন্যে চেষ্টা কর।আলবার্ট আইনস্টাইন।

#একটি রাস্তা বনের মধ্যে দুই ভাগ হয়ে গেছে এবং আমি জেটিতে কম যাওয়া হয়েছে সেটিই বেছে নিলাম এবং এটিই আসলে সব কিছু পরিবর্তন করে দিলাে।রবার্ট ফোস্ট।
#আমার সফলতার ক্ষেত্রে ধর্ম হচ্ছে আমি কখনই কোনাে অজুহাত দেই নাএবং নেইনা।ফ্লরেন্স নাইটেঙ্গেল।

# আপনি যেই সুযােগটি গ্রহন করেন নিতার শতভাগ আপনি হারালেন।ওয়েন গ্রেটজকি।

# প্রত্যেকটি শট আমাকে পরের হােম রানের কাছে নিয়ে যায় বেবরুথ।
# আপনার উদ্দেশ্যটাকে বুঝতে পারাটাইহল কোনাে কিছু অর্জনের সূচনা।ক্লেমেট স্টোন।আমার সফলতার ক্ষেত্রে ধর্ম হচ্ছে আমি কখনই কোনাে অজুহাত দেই না
এবং নেইনা।ফ্লরেন্স নাইটেঙ্গেল।

# আপনি যেই সুযােগটি গ্রহন করেন নিতার শতভাগ আপনি হারালেন।ওয়েন গ্রেটজকি।

# প্রত্যেকটি শট আমাকে পরের হােম রানের কাছে নিয়ে যায়।বেবরুথ
# আপনার উদ্দেশ্যটাকে বুঝতে পারাটাইহল কোনাে কিছু অর্জনের সূচনা।ক্লেমেট স্টোন

সফলতা অর্জনের  গুনাবলী,

ভুল থেকে শিক্ষা নেয়ার দক্ষতা সৃজনশীলতা আত্মবিশ্বাস।
যথাযথ বাচনভঙ্গি অন্যের ব্যাপারে সংশ্লিষ্ট থাকা ভাগ্যসহমর্মিতা।
হাস্যরস সৌজন্য বােধবিশ্বাস অর্জন- এর দক্ষতা।তবে সফলতা অর্জন করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এবং আমাদের ভাল করে লিখা পড়া করতে হবে। তাহলে আপনি জীবনে  সফলতা অর্জন করতে পারবেন।

কঠোর পরিশ্রম,

আমাদের সফলতা  অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।ভাল করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।ভাল করে কাজ করলেই তখন সফলতার দরজায় পৌঁছাতে পারবেন।
যে পরিশ্রম করে সেই সফল হতে পারে।আর যে নিজের কাজ অন্যকে দিয়ে করে সে জীবনে সব সময় অসফল হয়।তাই নিজের কাজ নিজে করাই ভাল।

মানুষের সাথে যোগাযোগ,

জীবনে সফল হতে হলে যে সফলতা অর্জন করেছে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং তার কাজ থেকে সফলতা অর্জন করার পরামর্শ দিতে হবে। সে কিভাবে কাজ করে সে দিকে লক্ষ্য করতে হবে।এবং বুঝতে না পারলে সেটা জিজ্ঞাসা করতে হবে। যে এটা কি করে করলেন।এভাবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

সময়ের সঠিক ব্যাবহার,

আপনাকে কাজ করতে হলে প্রথমে সময় নির্ধারণ করতে হবে। কোন সময় কাজ করলে ভাল হবে এবং কাজ করা সুবিধা হবে।তাই সঠিক সময় নির্ধারণ করে তারপর কাজ শুরু করতে হবে।
 বড় চিন্তা, 
জীবনে সফল হতে হলে আপনার চিন্তা-ধারা বৃদ্ধি করতে হবে। কারণ যে বড় স্বপ্ন দেখে সে জীবনে সফল হতে পারে। তাই আমাদের বড় স্বপ্ন দেখতে হবে। এবং সেটিকে  বাস্তবে পরিণত করতে হবে। তাহলেই সফল হতে পারবে।

মন্তব্য,

এই সব কিছু অনুসরণ করলে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন।  সফলতা অর্জন করাই মানুষের পরিচয়।

তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের পোস্টে। 













 
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।

0 Response to "ছাত্র জীবনে সফল হওয়ার উপায় "

Post a Comment

Contact Form

Name

Email *

Message *