কাজে মনোযোগী হওয়ার উপায় বা কৌশল


বিসমিল্লাহির রহমানির রহিম

অবশ্যই সম্পুর্ণ লেখাটি পড়বেন,
সম্পুর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে।


 আসসালামু আলাইকুম। আশাকরি সবাই মহান আল্লাহুর অশেষ রহমতে আনেক ভালো আছেন।আমাদের চারপাশের যত মানুষ আছে তাদের অধিকাংশ মানুষেরই কাজে মন বসে না।এবং মন বসানোর চেষ্টাও করে না। আসলে যেকোনো কাজই ভালো ভাবে মনোযোগী সহকারে কাজ করলে অবষ্যই কাজে মন বসবে।কারণ কাজে মন যদি না বসে তাহলে কাজ করতে একটুও ভালো লাগে না।আর ভালো না লাগলে করতেও মনে চায় না।তাই যে কাজই হোক না কেন কাজ করতেই হবে।

উদাহরণস্বরূপ বলা যায় যে,একজন লোক তার সংসার কাজের মাধ্যমে সংসার চালায়।কিত্তু সে কাজ করে না বা কাজ করতে মন চায় না।তখন সে কি করবে কিকরে তার সংসার চালাবে।এইজন্য কাজকে ভালোবেসে বা মনযোগী হয়ে কাজ করতে হবে।

      কাজে মন বসানোর কৌশল

কাজ করার প্রথম কৌশল হলো যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হবে বা কাজ করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে।এবং কাজ করার সময় এদিকে ওদিকে তাকানে যাবে না।বরং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে।

     কাজ করার উপযুক্ত সময়  

সকালে কাজ করার জন্য উপযুক্ত সময়। এবং সকাল থেকেই মানুষ কাজ শুরু করে।তাই আমি মনে করি সকালে কাজ করার জন্য উপযুক্ত সময়।বা আপনাদের যখন কাজ করার মন চাইবে তখন আপনি কাজ করবেন।এবং পড়ায় যেমন ছাএ-ছাএীরা পড়ার রুটিন মাফিক পড়া শোনা করে তেমনি কাজও রুটিন মাফিক কাজ করতে হবে।

           কাজ করার স্থান 

আপনি যেখানে কাজ করবেন সেখানে অবশ্যই পরিষ্কার থাকতে হবে। তাহলেই আপনি কাজ করে ভালো লাগবে এবং কাজে মনোযোগী হবেন।বা আপনার কাজ করতে মন চাইবে।

আর অবশ্যই কাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে। এবং  ভালো কাজ করে সফলতা অর্জন করতে হবে। যে কাজ ভালো করে এবং মনোযোগ সহকারে করে সেই সফলতা অর্জন করতে পারে।

        কাজ করার টেকনিক 

যে কোনো কাজ টেকনিক করে করলে কাজ করা সহজ হয়ে যায়।এবং টেকনিক করে কাজ করলে কাজও ভালো হয় বা সময়ও কম লাগে।

এবং কাজ করে এগিয়ে যেতে পারবেন।এবং সফলতা অর্জন করতে পারবেন। যে কাজ করে সফল সেই আসলকামি।

     কাজ করার ইসলামিক উপায় 

যে কাজ করবেন সেই কাজ যেন ইসলামিক সংবিধান অনুযায়ী হয়। এবং হালাল পথে কাজ করে অর্থ উপার্জন করতে হবে। তাহলেই আপনি জীবনে সফল অর্জন করতে পারবেন। আর যদি আপনি হারাম পথে কাজ করে টাকা উপার্জন করেন। তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা আমার কথা না এটা হাদিস-কোরআনের কথা।

তো বন্ধুরা দেখা হবে পরের পোস্টে। আর এই পোস্টটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন। 
বিঃদ্রঃ এই ব্লগে বিভিন্ন কনটেন্ট,ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইট/বই থেকে নেওয়া হতে পারে।আমরা আপনার মূল্যবান কনটেন্ট,অন্যের উপকারের লক্ষে শেয়ার করে থাকি।তবে আপনার যদি কোনও আপত্তি থাকে,তাহলে আমাদের কাছে অভিযোগ করুন।আপনার কনটেন্ট সরিয়ে ফেলা হবে।

0 Response to "কাজে মনোযোগী হওয়ার উপায় বা কৌশল"

Post a Comment

Contact Form

Name

Email *

Message *